ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম

News Image

সঠিকভাবে ক্যান্সার রোগ নির্ণয় এবং সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আজ ২৭শে মে ২০২৪-এ এসপেরিয়া হেলথ এন্ড রিসার্চ ফাউন্ডেশন, চট্টগ্রাম-এর উদ্যোগে ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাইটহুড উপাধিপ্রাপ্ত অনকোলজি বিভাগের প্রধান স্যার ওয়াল্টার বডমার। এমন গুণী ব্যক্তিত্বের উপস্থিতিতে এসপেরিয়া পরিবার অত্যন্ত গর্বিত এবং আনন্দিত।

Make appointment instantly

+92 (003) 68-090

Appointment Hotline